আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে ২০২৫) সকাল ১১টায় আটপাড়া উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা আকরাম হোসেন এবং উপজেলা পাট কর্মকর্তা মনি গোপাল দাস।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের পাট চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পাটবীজ উৎপাদন, রোগবালাই দমন, এবং ফলন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পাটচাষীরা উন্নত পদ্ধতিতে চাষাবাদের প্রতি আগ্রহী হবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।