বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা বারহাট্টা থেকে নেত্রকোণাগামী ও নেত্রকোণা থেকে বারহাট্টাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১০টায় নেত্রকোণা-মোহনগঞ্জ মহাসড়কের উপজেলার স্বল্প দশাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার নিহত ও ৭ জন আহত হয়েছে। বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থল হইতে নিহত ও আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার নাম মোফাজ্জল হোসেন (৪০)। তিনি উপজেলা মহাজনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আহতরা হলেন উপজেলার নোয়াগাও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসা. রুপা আক্তার (২২), একামনি (২০), আ. হাকিম (৫৫), নারগীস আক্তার (৩৫), মো. নাসির মিয়া (২২) ও উপজেলা গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।
আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় যাচ্ছিলাম। হঠাৎ দশাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারিনি। দুটি গাড়িই বেপরোয়াভাবে চালাচ্ছিল।
বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০টা ৫০টায় ৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার মোফাজ্জল হোসেনকে হাসপাতালে আনার পথে রাস্তায় মারা গেছে। বাকী ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।
তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে গিয়েছে। একজন ঘটনাস্থলে মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনি প্রক্রিয়া চলছে।