আশিকুর রহমান জিয়াদঃ
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের জালশুকা বাজারে একটি ওয়ার্কশপে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ মে) দিবাগত রাতে জালশুকা বাজারের মেইনরোডে অবস্থিত ‘রাসেল অটোমোবাইল ওয়ার্কশপ’-এ চোরচক্র হানা দেয়।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে দোকানের মালিক মো. রাসেল বিশ্বাস প্রতিদিনের মতো দোকানে এসে দেখতে পান, দোকানের তালা ভাঙা, আর ভিতরের অধিকাংশ মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে।
ভুক্তভোগী রাসেল বিশ্বাস জানান, রাতে কে বা কারা তার দোকান ও গোডাউনের তালা ভেঙে ভেতরে ঢুকে বেশ কিছু দামী যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে– ৩টি ওয়েল্ডিং মেশিন (প্রায় ৯০ হাজার টাকা), ১টি হাওয়া মেশিন (প্রায় ৫০ হাজার টাকা), ৩টি গ্রাইন্ডিং মেশিন (প্রায় ১০ হাজার টাকা), ৫টি কয়েল তার (প্রায় ১৫ হাজার টাকা) এবং অন্যান্য যন্ত্রাংশ ও সরঞ্জাম (প্রায় ১ লাখ টাকার সমপরিমাণ)।
মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন রাসেল।
তিনি বলেন, “সকাল ৭টার দিকে দোকানে এসে দেখি তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি, বেশিরভাগ দামি যন্ত্রপাতি নেই। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যকে নিয়ে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, এর আগেও তার ওয়ার্কশপে দুইবার চুরির ঘটনা ঘটেছিল। তবে এবারের ক্ষতি তার ব্যবসার জন্য বড় ধরনের আঘাত।
এ বিষয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি, তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে পূর্বধলা থানার এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।