নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাউশিয়া গ্রামের কাটাউশিয়া খালের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি সনাক্ত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন— এটি আত্মহত্যা, না কি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।