বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইজিবাইকের চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী চায়না আক্তার।
শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাচারীহাটি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মিয়া ওই এলাকার করিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হেলাল মিয়া তার ইজিবাইকের চার্জার খুলছিলেন। সে সময় বিদ্যুৎ না থাকায় তিনি মুখ দিয়ে কেবল কামড়ে খুলতে যান। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসলে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখে তার স্ত্রী চায়না আক্তার তাকে উদ্ধার করতে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের দু’জনকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী চায়না আক্তার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “এ বিষয়ে আমাদেরকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে লোকমুখে ইজিবাইক চালকের মৃত্যুর খবর পেয়েছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।