নিজস্ব প্রতিবেদকঃ তারুণ্যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামি ২৮ মে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পাবলিক হলে জেলা যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন রিপন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রস্তুতি সভার ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।
এছাড়াও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ওয়ারেছ উদ্দিন ফারাস, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাত হাসান সৈকত, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফারুক তালুকদার সদস্য সচিব রাজন পৌর যুবদলের আহবায়ক এম. মোকাম্মেল হক রানা সদস্য সচিব টুটন মিয়া সহ জেলার দশ উপজেলা যুবদলের সভাপতিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে যুবদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোকসমাগমের মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা আগামি ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করার আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।