আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে ২০২৫) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোনার উপ-পরিচালক মো. শাহ আলম এবং ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলী হায়দার ভুঁইয়া।
সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে সরকারের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ঋণ সময়মতো বিতরণ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে উঠছে।