কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ছাত্রদল কর্মী আনোয়ারা হোসেন নামক এক যুবক ট্রাক চাপায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ শে মে) বিকেল ৫টায় দূর্গাপুর উপজেলার মাকরাইল নামক স্থানে পশ্চিম দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের নিচে পৃষ্ট হয়ে মোটর চালক মারা যায়।
নিহত যুবকের পরিচয়, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আনোয়ারা হোসেন (২৪)।
স্থানীয়রা জানায়, বেপোয়ারা ট্রাক চালক দ্রুতগামী সামনের দিকে আসাতে মোটরসাইকেলটির সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চলে যায় মোটর চালক, পরে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দূর্গাপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক বিভাগের চিকিৎসক তারে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি নির্মম! লাশ ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে পৌছে দেবো,আমরা ট্রাকটি জব্দ করেছি, মামলার প্রস্তুতি চলছে, অচিরেই ট্রাক চালককে গ্রেফতার করা হবে।