জায়েদ হাসানঃ
নেত্রকোণার মোহনগঞ্জে মোঃ ঈদু মিয়া (২৪), নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঈদু মিয়ার বড় ভাই, মোঃ আঙ্গুর মিয়া ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদর্শনগর নানা বাড়িতে থাকেন। সে পেশায় একজন অটো চালাক। রাতে সে ও তার ছোট ভাই ইয়াসিন মিয়া একসাথে থাকে।সোমবার (২৬) মে রাতের ১১.০০টায় ছোট ভাই ইয়াসিন শুনতে পায় তার ফোনে একটি কল আসে কে বা কারা মোবাইল ফোনে বলে তুই আমার টাকা নিয়ে বাইরে আয়। পরে আমার ভাই সারা রাত ঘরে আসে নাই। সকালে তার ভাই ইয়াসিন ঘুম থেকে উঠে দেখে ঈদু ঘরে নাই অটো নিয়ে বাইরে যাওয়ার কথা। তখন থেকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে মঙ্গলবার(২৭ মে) আদর্শনগর বাজারের পযর্টন কেন্দ্রের পিছনে উচ্চগ্রামের পরিতক্ত এক কমিউনিটি সেন্টারের এক রুমে তার লাশ পাওয়া যায়।
ঈদু উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া (কামরগাও) গ্রামের মৃত মোঃ আনজব আলীর ছেলে। পেশায় তিনি একজন অটো চালক।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।তদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।