মুহা. জহিরুল ইসলাম অসীমঃ
“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) দিবসটি উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
পরে নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, “তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে এই ক্ষতিকর নেশা থেকে বিরত রাখার জন্য পারিবারিক ও সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।”
এছাড়াও বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান এবং তামাক পণ্যের সহজলভ্যতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সংশ্লিষ্টরা এই কর্মসূচির মধ্য দিয়ে জেলার সর্বস্তরের জনগণের মাঝে তামাক বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করে।