মোহনগঞ্জ সংবাদদাতা:
নেত্রকোনার মোহনগঞ্জে রবিবার (১ জুন) দুপুর ১ঘটিকায় মোহনগঞ্জ পৌর শিশু পার্ক উদ্বোধন করেন ইউএনও জুয়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপি’র সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, বিএনপি নেতা সিরাজ তালুকদার, সাংবাদিক এমএস দোহা, মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মোহনগঞ্জ পৌর শিশু পার্কটি নতুন রূপে, নতুন আঙ্গীকে শুভ উদ্ভোধন করা হয়েছে। টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সায়েম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জহির উদ্দিন সায়েম সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।