মুহা. জহিরুল ইসলাম অসীম:
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুজরা বাড়ী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোলায়মান হাসান রুবেল।
গত ২৯ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের প্রজ্ঞাপন (প্রবিধানমালা ৮১/আইন/২০২৪) অনুযায়ী ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়, যার মেয়াদ পরবর্তী ৬ মাস পর্যন্ত থাকবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম অঞ্জন (সদস্য সচিব পদে পদাধিকার বলে), শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শাখাওয়াত হোসেন মজুমদার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. কামাল হোসেন।
নবনির্বাচিত সভাপতি মো. সোলায়মান হাসান রুবেল তার প্রতিক্রিয়ায় জানান,
“কাগজে-কলমে আমি সভাপতি হলেও প্রকৃতপক্ষে সভাপতি আপনারা সবাই। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।”
স্থানীয় শিক্ষানুরাগী, প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের মধ্যে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।