বারহাট্টা প্রতিনিধিঃ “পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশিক্ষণটি মনিটরিং এর জন্য অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা -১) সাইফুল ইসলাম আজাদ।
“উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার টুম্পা দত্ত, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজান সহ বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী ও উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পাট প্রশিক্ষণ উদ্বোধনী বক্তব্যে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, সোনালী আঁশ নামে খ্যাত পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রণোদনা হিসাবে সার ও বীজ প্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, কর্তন, জাগ দেওয়া, আশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় কৃষকদের বেশি বেশি পাট চাষ করার আহ্বান জানান তিনি।