মোহনগঞ্জ সংবাদদাতাঃ
রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকায় উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে মোহনগঞ্জের মেয়ে ফাইরুজ তৃতীয় স্থান অধিকার করেছে ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান তাকে পুরস্কার বিতরণ করেন।
সে মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার শ্রেণীর রোল – ৩ । এর আগে ২০২২ সালে জেলা পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও ২০২৫ সালের শিক্ষা পদক প্রতিযোগিতায় ইংরেজি বিষয়ক কুইজ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে ।
তার পিতা পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শাহজাহান আলম বিপ্লব, মাতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা নুরুন্নাহার বেগম। মাতা নুরুন্নাহার বেগম ২০২৪ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে ।
তবে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা উপস্থিত থাকার কথা ছিল। তার পিতা সহকারী শিক্ষক শাহজাহান আলম বিপ্লব তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন । তিনি আরো বলেছেন সবার দোয়া ও ভালবাসায় তার মেয়ে আজ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছে উপস্থিত বক্তৃতায় ।