মোহনগঞ্জ সংবাদদাতাঃ
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ – উদযাপন উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস রুমে আজ সোমবার ( ২ জুন ) সাড়ে দশটায় শিক্ষার্থীদের কে নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রথম পর্বে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কে নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধূমপান ও তামাক বিরোধী প্রচারণা অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা কর্মসূচি ছিল। ধূমপানে আসক্ত ক্ষতিকর ও প্রতিকার বিষয় ,, মাদকের কুফল রচনার বিষয়বস্তু ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রচনা প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইকরামুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ , মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ ।