বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাস্কফোর্স কমিটির এক গুরুত্বপূর্ণ তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালাটি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শুরুতেই তামাকবিরোধী রচনা পরিচলনা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্তদের আর্থিক পুরস্কার দেওয়া হয়। পরিবর্তীতে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম গোলাম হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেণ।
তিনি তামাক চাষে কৃষককে নিরোৎসাহিত করা, স্কুল কলেজ, মাদ্রাসার আশপাশে দোকানপাট, বিড়ি, সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ, তামাক নিয়ন্ত্রণ আইন সংস্কার, আইনের যথাযত প্রয়োগসহ মসজিদের জুম্মার নামাজের খুৎবায় মুসুল্লীদের ও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাসেম্বলীতে শিক্ষার্থীদের তামাকের ভয়াবহ ক্ষতিকারক দিক ও আইন বিষয়ক দিকগুলো সচেতনতায় তুলে ধরার আহবান জানান।