নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। বিজয়পুর বিওপির ১১৪৮/৬-এস সীমান্ত চিহ্নসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয় এসব বাংলাদেশিকে। তারা সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে দুর্গাপুর উপজেলার জগৎকুড়া এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, “আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুর্গাপুর উপজেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলোয় রাখা হয়েছে। সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।”
আটকদের মধ্যে রয়েছেন ২২ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশু। তাদের সবার বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানায় বিজিবি। জেলার মধ্যে রয়েছে—টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর।
বিজিবি আরও জানায়, যাচাই-বাছাই শেষে আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।