কলমাকান্দা প্রতিনিধিঃ
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসবের রঙ ভাগ করে নেওয়া। তবে সমাজে এখনো অনেক মানুষ আছেন, যারা অভাব-অনটনের কারণে ঈদের দিনে আনন্দের ছোঁয়াও পান না।
এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার দ্বিতীয় দিনে নেত্রকোনার কলমাকান্দায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা।
২০২২ সালে প্রতিষ্ঠিত এই মানবসেবামূলক সংগঠনটি দীর্ঘদিন ধরে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজসেবক মোঃ কায়েশ আহমেদ-এর নেতৃত্বে এবারের ঈদ কার্যক্রম বাস্তবায়ন হয়।
ঈদের পরদিন সকালে স্থানীয় স্বেচ্ছাসেবকরা হাড়িগাতি, কৈলাটি ইউনিয়ন এবং আশেপাশের গ্রামের দরিদ্র, এতিম ও বিধবা পরিবারগুলোর ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দেন।
সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ কায়েশ আহমেদ বলেন, “ঈদ কেবল নিজের আনন্দ নয়, বরং আশপাশের মানুষদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়ার দিন। আমরা চেষ্টা করি যেন আমাদের আশেপাশে কেউ ঈদের দিন অভুক্ত না থাকে।”
একজন উপকারভোগী বৃদ্ধা আবেগভরে বলেন, “আমার ঘরে কখনো কুরবানির মাংস আসেনি। স্বপ্নপুরী সংস্থার ছেলেমেয়েরা না থাকলে এবারও ঈদের স্বাদ থেকে বঞ্চিত হতাম।”
শুধু ঈদেই নয়, স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা সারা বছরজুড়েই নানা মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। এর মধ্যে রয়েছে—বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরি রক্তদানে সহায়তা, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মোঃ কায়েশ আহমেদ বলেন, “আমার স্বপ্ন, প্রযুক্তির ব্যবহার করে এমন একটি মানবিক সেবা প্ল্যাটফর্ম তৈরি করা, যা দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সহজে সেবা পাওয়ার পথ খুলে দেবে। স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।”
স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার এই উদ্যোগ কেবল খাদ্যসামগ্রী বিতরণে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে।