মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে অগ্নি নিয়ন্ত্রণের জন্য হাসপাতাল এর স্টাফদের নিয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নিয়ন্ত্রণ মহড়া
আজ ১৭ জুন রোজ মঙ্গলবার শফিকুল ইসলাম ভার প্রাপ্ত স্টেশন অফিসার ফায়ার সার্ভিস দুর্গাপুর এর নেতৃতে উপজেলার হাসপাতালে অগ্নি নিয়ন্ত্রণ মহড়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর মেডিকেল অফিসার রায়হানুল হক এবং হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী গন।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন আতঙ্কিত না হয়ে কিভাবে অগ্নি নিয়ন্ত্রণ করা যায় তা পরীক্ষামূলকভাবে আপনাদের সামনে উপস্থিত করলাম। যা আপনারা প্রাথমিকভাবে এই পদ্ধতিতে অগ্নি নিয়ন্ত্রণ করবেন ।
জরুরি অবস্থায় দুর্গাপুর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে কল করবেন। এ সময় উপজেলা মেডিকেল অফিসার বলে আমরা সচেতন নাগরিক হিসেবে অগ্নিকাণ্ড ঘটলে প্রাথমিকভাবে আমরা অগ্নি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কে কল করব।