মোহনগঞ্জ প্রতিনিধিঃ মোহনগঞ্জ বিএনপির সাবেক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মইনুদ্দিন ওরফে লিয়াকত আলীর দ্বিতীয় জানাজা শেষে বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে সাতটায় বড়কাশিয়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, বড়কাশিয়া নিবাসী ও মোহনগঞ্জ টেঙ্গাপাড়া বসবাসরত এই নেতা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর শুনে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
প্রথম জানাযা মাইলোড়া হাজী দুদুমিয়ার চাউল কলে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মাগরিব নামাজ শেষে বড়কাশিয়া গোরস্থান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন বড়কাশিয়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
দুই জানাজায় বিভিন্ন উপজেলার নানা শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে মরহুমের স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মোহনগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুলের বড় ভাই ও এক সময়ের পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক।