কলমাকান্দা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামালের মায়ের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সোমবার (২৩ শে জুন) কলমাকান্দা চত্রংপুর নিজ গ্রামের বাড়িতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নেতাকর্মী ও মুসল্লিদের উপস্থিতে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগত নেতাকর্মী মুসল্লিদেরকে নিয়ে কবর জিয়ারত ও দোয়ায় মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম মাতা জুবায়দা কামালের স্মৃতিচারণ করে তিনি বলেন, একজন আদর্শ মাতা হিসেবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সকল সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও তিনি ছিলেন উদারহস্ত। মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তার সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে।
দোয়া মাহফিল শেষে মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে নেত্রকোনা দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার সকল নেতা কর্মীদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।