বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নাশকতার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান।
বারহাট্টা থানা সূত্রে জানা যায়, বারহাট্টা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে রবিবার নাশকতার মামলার এজাহার নামীয় ০১ (এক) জন আসামী ও অজ্ঞাতনামা ০১(এক) জন আসামী সহ মোট ০২(দুই) জন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুরা গ্রামের ছামসুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৪৫)। যার মামলা নং ৮/৮/২০২৪। আসমা ইউনিয়নের রৌহা গ্রামের মৃত নোয়াব আলী খানের ছেলে শাহজাহান (৪৫)। মামলা নং ২/৯/২০২৪।
বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, রবিবারে নিষিদ্ধ সংগঠনের নাশকতামুলক কর্মতৎপরতার বিরুদ্ধে বারহাট্টা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলায় শান্তি শৃঙ্খলার স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।