মোহাম্মদ জিয়াউল হক, খালিয়াজুরী প্রতিনিধি: আজ ২৯ শে জুন ২০২৫ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা হলরুম মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের কে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল ২০২৫ এর কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ ২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারসিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে হাওরের কৃষির বাস্তব অবস্থার নিরিখে হাওরের জলবায়ু বিবেচনায় বীজ বিতরণ, কীটনাশক প্রয়োগের মাত্রা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: দেলোয়ার হোসেন অতিমাত্রায় কীটনাশকসহ বিভিন্ন প্রকারের ঔষধ ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। কংগ্রেস শেষে একটি করে নিমের চারা সবাইকে দেয়া হয়।
এই কংগ্রেসে উপজেলা কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।
এছাড়াও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো: হাবিবুল্লাহ, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক পান্ডব সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলীম।