বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টায় পানিতে ডুবে রাব্বিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাব্বিয়া বাঘমারা গ্রামের রানা মিয়ার মেয়ে। কোমলমতি ফুটফুটে শিশু রাব্বিয়ার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। নিহতের স্বজনরা পানিতে ডুবে ইসরাত জাহানের মৃত্যু নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, রাব্বিয়ার পিতা-মাতা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোন এক সময় খেলার ছলে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় রাব্বিয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।
পরে বাড়ীর সামনে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে যায়। বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা হাসপাতাল থেকে রাব্বিয়ার মরদেহ বাড়ি নিয়ে আসে এবং একই দিন পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।