লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শকে সালাম (৩৫) নামের একজন মর্মান্তিক ভাবে নিহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অটোরিকশা চার্জে লাগাতে গিয়ে সালামের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।