মোহনগঞ্জ সংবাদদাতা:
নেত্রকোণা অঞ্চলের বিদ্যুৎ সংকট ও লো-ভোল্টেজ সমস্যার টেকসই সমাধানে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব হাসান শাহীনের আন্তরিক প্রচেষ্টায় নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র হতে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সকল ৩৩ কেভি ফিডারে চাহিদা অনুযায়ী লোড বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
এই বরাদ্দের মাধ্যমে অতিরিক্ত ৮ মেগাওয়াটসহ মোট ৬২ মেগাওয়াট লোড অনুমোদন হয়। যা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে থাকা মোহনগঞ্জ-ধর্মপাশা এলাকায় বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। যা আগামী দুই বছরের মধ্যে পূর্ণমাত্রায় পৌঁছাতে পারে।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান অনুমোদিত লোড বরাদ্দ একদিকে যেমন লো-ভোল্টেজ সমস্যার সমাধানে সহায়ক হবে, অন্যদিকে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করবে।
নেত্রকোণা পবিসের জিএম (অতিরিক্ত দায়িত্বে) মো. আকরাম হোসেন বলেন, “মাহবুব হাসান শাহীন স্যারের আন্তরিক সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিদ্যুৎ খাতে এ ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে নেত্রকোণাবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এবং উন্নয়নমূলক কর্মকান্ড আরও বেগবান হবে বলে আশা করা যাচ্ছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) মো. মাহবুব হাসান শাহীন আমাদের প্রতিনিধির সাথে বলেন, নেত্রকোনা এলাকার মানুষের দুর্ভোগের চিন্তা করে ৩৩ কেভি ফিটারের চাহিদা অনুযায়ী লোড বরাদ্দ বাড়ানো হয়েছে।