কলমাকান্দা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসকের সহযোগিতায় কলমাকান্দা উপজেলার তিন শহীদ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেলে সংগঠনের জেলা আহ্বায়ক শেখ হাসনাত জনির দিকনির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
জেলা কমিটির সংগঠক মোঃ কায়েশ আহমেদ ও যুগ্ম সদস্যসচিব শেখ মনোয়ার জাহান অপূর্ব শহীদ পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় তাঁরা পরিবারের খোঁজখবর নেন, শহীদদের কবর জিয়ারত করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
সহায়তা পাওয়া শহীদ পরিবারগুলো হল—শহীদ আহাদুন (১৮), পিতা: মজিবুর রহমান, গ্রাম: শ্যামপুর, কলমাকান্দাশহীদ আব্দুল্লাহ আল মামুন (৩২), পিতা: আব্দুল ওয়াহেদ আলী, গ্রাম: বটতলা, কলমাকান্দা, শহীদ সোহাগ মিয়া (১৭), পিতা: শাফায়াত মিয়া, গ্রাম: বড় খাপন, কলমাকান্দা, মানবিক এ উদ্যোগে শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সংগঠক মোঃ কায়েশ আহমেদ ও যুগ্ম সদস্যসচিব শেখ মনোয়ার জাহান অপূর্ব।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা এমন উদ্যোগের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।