জহিরুল ইসলাম মামুন, কলমাকান্দা:
“জাতীয় সমাবেশ ২০২৫” সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ “ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ”।
উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিকাল ৪টায় শুরু হওয়া এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নেত্রকোনা জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক মাসুম মোস্তফা।
তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয় সমাবেশ সফল করতে হলে প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীলদের মধ্যে আন্তরিকতা, পরিকল্পনা ও নিরলস পরিশ্রম থাকতে হবে। এ কর্মসূচি শুধু রাজনৈতিক উপস্থিতি নয়, এটি হবে আদর্শিক প্রত্যয় ও জনসম্পৃক্ততার বহিঃপ্রকাশ। আমাদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগই এই আন্দোলনের প্রধান শক্তি।”
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, “দল ও জাতির ক্রান্তিকালে আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে আরও বেশি ত্যাগ, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আসন্ন জাতীয় সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি আমাদের আদর্শ, চিন্তা ও দাবি জাতির সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, “কলমাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে আমরা সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলছি। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা দায়িত্বশীলদের মাঝে ঐক্য, ভ্রাতৃত্ব ও দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে বিশ্বাস করি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিগণ।
তারা বলেন, জাতীয় সমাবেশ সফল করতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যেক এলাকায় প্রচারণা, জনসংযোগ ও সাংগঠনিক সফর চলমান রয়েছে।
অনুষ্ঠানে দায়িত্বশীলদের অংশগ্রহণে সার্বিক সাংগঠনিক মূল্যায়ন, করণীয় ও কর্মপরিকল্পনা আলোচনা করা হয়।