মোঃ তারিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
আগামী ১৯ জুলাই ২০২৫ ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমির আব্দুর রাজ্জাক সাহেব। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি কুতুব উদ্দিন সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমির অধ্যাপক সাদেক আহমদ হারিছ সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তফা মাসুম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি এস. এম. আল-আমিন সাহেব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা জামায়াতের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক সাদেক আহমদ হারিছ বলেন, “আমরা আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। সৎ নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়, দেশ পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্ব আসুক। এই লক্ষ্যেই ৭ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের আহ্বান।”
বিশেষ মেহমান মোস্তফা মাসুম তার বক্তব্যে বলেন, “৭ দফা বাস্তবায়নের সংগ্রামে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলার জমিনে স্বৈরাচারের কোনো স্থান নেই, আমরা চাই আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়িত হোক।”
দায়িত্বশীলদের সমন্বয়ে অনুষ্ঠিত এই সমাবেশে ১৯ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হয়।