কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউপির গগডা তরুণ ক্লাবের আয়োজনে “চাইনিস ফুটবল টুর্নামেন্ট-২০২৫” ফাইনাল খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে গগডা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ফাইনাল ম্যাচটি চিথোলিয়া একাদশ বনাম গগডা একাদশ দলের অনুষ্ঠিত হয়।
মোজাফরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শরীফ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে একাধিকবারের ধানের শীর্ষের প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, নেত্রকোনা জেলা তাঁতীদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান ভূঁইয়া লিটন, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ভূঁইয়া, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মস্তুফা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হলে দুই মিনিট সময় বর্ধিত করা হয়। তাতেও কোন দল জয়পরাজয় না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। পরে ৬-৫ গোলে চিথোলিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
আয়োজিত এই টুর্নামেন্টে ২২ দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় রেফারির দ্বায়িত্বে ছিলেন আল আমিন ও ধারাভাষ্যে ছিলেন নয়ন চন্দ্র দে। অতিথিরা চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলসহ সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন।