নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নেত্রকোনা ইউনিটের ১০ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই), সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম স্বাক্ষরিত এসজি (ইউ.এ)-১৮৩৭/০৩৯/২০২৫ নম্বর স্মারকে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, নেত্রকোনা ইউনিটে বর্তমানে কোনো কার্যকর কমিটি না থাকায় সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও প্রদত্ত ক্ষমতাবলে এই এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ১৭ জুলাই ২০২৫ থেকে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিন মাস।
কমিটিকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ্যাডহক কমিটির কোনো সদস্য আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এছাড়া, জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ইউনিটের কার্যক্রম ভাইস-চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচালনা করবেন।
এ্যাডহক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: ভাইস-চেয়ারম্যান: অ্যাডভোকেট নূরজ্জামান নূরু, সাধারণ সম্পাদক: গোলাম সারোয়ার জাহান মামুন, কার্যকরী সদস্য: মাওলানা ছাদেক আহমাদ হারিছ, এসএম মনিরুজ্জামান দুদু, তাজেদুল ইসলাম ফারাশ সুজাত, বজলুর রহমান খান পাঠান, দিলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন খান রনি, আলবার খান সামি, মাওলানা আবু সায়েম খান।