বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু।
তিনি অভিযোগ করেছেন, প্রতিপক্ষের চক্রান্তে পরিকল্পিতভাবে তাকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।মঙ্গলবার দুপুরে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মাজু বলেন, “আমি ড্রেজার মেশিন বা বালু উত্তোলনের সাথে কোনোভাবেই জড়িত নই। কে বালু তুলছে, কোথায় যাচ্ছে এসব কিছুই আমার জানা নেই। রাজনৈতিক প্রতিপক্ষ কৌশলে ড্রেজার চালকের মাধ্যমে আমার নাম বলিয়ে দিচ্ছে, যাতে আমাকে বিতর্কিত করা যায়।”
তিনি আরও বলেন, আমি ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছি। আর সে কারণেই একটি মহল হিংসা ও ষড়যন্ত্র করে আমার বদনাম করতে মরিয়া হয়ে উঠেছে। ওইদিন ড্রেজার জব্দে প্রশাসনের অভিযানের সংবাদ প্রকাশের সময় সাংবাদিকরা আমাকে কল করেছিলেন মোবাইল সাইলেন্ট থাকায় রিসিভ করতে পারিনি। সে কারণে আমার অবস্থান পরিষ্কার করা যায়নি। তাই আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানাতে চাইছি।
প্রসঙ্গত, গত রোববার সাহতা এলাকায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এলাকাবাসী একটি ড্রেজার ও বাল্কহেড আটক করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ড্রেজার মালিক রইছ উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় স্থানীয় কয়েকজন গণমাধ্যমে বিএনপি নেতা মাজুর জড়িত থাকার কথা বলেন, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। তবে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাজু নিজের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করে বিষয়টি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেন।