মুহা. জহিরুল ইসলাম অসীম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম-১৫ এর নির্দেশনায় নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল (নির্বাচন) পরিচালনার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম যৌথভাবে এ নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত কার্যকর করেন।
ঘোষিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, কমিশনার হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম এবং সদস্য কৃষিবিদ আসাদুজ্জামান আজমীর।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফের নেতৃত্বাধীন সাংগঠনিক টিম-১৫ (সদস্য: মো. বিপ্লব শিকদার ও এসএম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল)ুএর তত্ত্বাবধানে এ কমিশন গঠন করা হয়।
দ্রুততম সময়ের মধ্যে উক্ত নির্বাচন কমিশনের অধীনে কাউন্সিল সম্পন্ন করে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন আমাদের সংগঠনকে আরও গতিশীল ও সংগঠিত করবে। আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে কাউন্সিল সম্পন্ন করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাষ্ট্রে যেভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি, তেমনি আমাদের সংগঠনের ভেতরেও গণতান্ত্রিক চর্চাকে জোরদার করছি। সাংগঠনিক প্রতিটি স্তরে নেতৃত্ব নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে।”