মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সংগঠনের পরিচিত মুখ মোঃ রোকন উদ্দিন রুক্কু। তিনি এর আগে ইউনিয়নের দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শ্রমিকদের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
প্রার্থী রোকন উদ্দিন রুক্কু জানান, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও সমস্যা সমাধানই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে শ্রমিকদের পাশে থেকে প্রতিটি সংকটে ভূমিকা রাখবো।”
স্থানীয় শ্রমিকদের মতে, রোকন উদ্দিন রুক্কু একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি সবসময় শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
ইতোমধ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি পুরোদমে প্রচার শুরু করেছেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন, শুনছেন তাদের সমস্যা ও দাবি-দাওয়া।
শ্রমিক ইউনিয়নের একাধিক সদস্য আশা প্রকাশ করে বলেন, “রোকন উদ্দিন রুক্কু যদি নির্বাচিত হন, তাহলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।”