বারহাট্টা প্রতিনিধি :
নেত্রকোনার বারহাট্টায় সাড়ে চার বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শান্ত দাসকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় বারহাট্টা সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভূক্তভোগী ওই শিশুর বাবা বাদি হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার দুপুরে অভিযুক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ও অভিযুক্তকে নেত্রকোণা কারাগারে পাঠানোর বিষয়টি বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান নিশ্চিত করেন।
গ্রেফতার শান্ত দাস উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে। জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয়ের ছেলে শান্ত (১৬) শিশুটিকে ডেকে নিয়ে তাঁদের ঘরে ধর্ষণ করে পালিয়ে যায়।
এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে শান্ত ভাই আমাকে এমনটা করেছে। পরবর্তীতে শিশুটির মা দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিশাল আলোচনার জন্ম দেয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবারে একটি মামলা দায়ের করেন। আমরা শুক্রবার বিকালেই অভিযুক্ত ধর্ষককে আটক করতে সক্ষম হই। আজই থাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।