বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বারহাট্টা পাবলিক লাইব্রেরীতে সকল সাংবাদিকদের সর্বসস্মতিতে এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে দৈনিক জাহানের বারহাট্টা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামছ উদ্দিন আহমেদ বাবুল ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক নির্বাচিত হয়েছেন। এই কমিটি পরবর্তী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা আরটিবির জেলা প্রতিনিধি এবং দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি এবং বাংলানেত্র পত্রিকার সম্পাদক মোঃ কামাল হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল। এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।