কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণী এক অনুষ্ঠান করা হয়।
বোধবার (৩০ শে জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা পর্যায়ের মাধ্যমিক স্কুলের ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নগত ১০ হাজার টাকার চেক ও সম্মাননা সরুপ ক্রেস্ট তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত ও অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা অফিসার (অতি:দায়িত্ব) স্বপ্না রানী সরকার।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান, সহকারী পরিচালক এলইডিপির জাহাঙ্গীর আলম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির খারনৈ ইউনিয়ন চেয়ারম্যান ওবায়েদুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন’সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।