বারহাট্টা প্রতিনিধি :
নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর ও আসমা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও সংরক্ষণের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দোকানগুলো থেকে মোট ৬ কেজি ৭০০ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
অভিযানে গোপালপুর বাজারের ‘মা বাবা স্টোর’, ‘আদিত্য স্টোর’, ‘মমিন ট্রেডার্স’ এবং আসমা বাজারের ‘আজিজ এন্টারপ্রাইজ’ ও ‘ভাই বোন স্টোর’ নামের দোকানগুলোতে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে পলিথিনবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং পলিথিন ব্যবহার না করার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়।
স্থানীয় প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।