২৪ এর একগুচ্ছ কবিতা
কবি শাহানুর আলম শাহানা
১
২০২৪ এর অমর তুমি
সাইদ তুমি অসময়ে চলে গেলে বীরের বেশে
মায়ের বুক খালি করে চোখের জল ফেলে
এক নতুন ইতিহাস তৈরি করে বিদায় নিলে
৫২’র রফিক জব্বার সালাম বরকত মতই গড়লে।।
ধরলে ভাই মেধার দাবী কোটার সংস্কার বিদায় দিবি
তোমার পাশেই শত ভাই বোন নেমেছিল রাজ পথে
দিয়েছিলো সবাই নতুন বিপ্লবের এই শ্লো গান
তুমি ভাই শত সাহসিকতার শ্রেষ্ট এক অভিধান।।
নিজেদের জিবন বিলিয়ে বিদ্রোহে নামলে
নিষ্ঠুরতার হাতে কত মায়ের মেয়ে ছেলে হারালে
মায়ের চোখের জল মুচবে কে কেইবা দেখবে মুখ
এক সাইদ চলে গেলেও মা শত সাইদ আছে
কোঠা বিহিন চাকুরি পেয়ে আসবে মা তোমার কাছে।।
এমন মরণ মরলে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গর্বিত তুমি
মেধাবী সেথায় জয়ী হয়েও সমাজে ভালো করবো আমি
তোমার বুকের রক্তের রবে বাংলায় চির অম্লান
মেধাবীরা রাখে যেনো শ্রেষ্ঠ তোমার রক্তের সম্মান।।
২
রক্তাক্ত জুলাই
রক্তে রক্ষা করা এই শহরে দায়
যে কারনে সকলেই রক্ত দিয়ে যায়
শত মায়ের কোল আজ শূন্যে ভরা
কি ভাবে বাঁচবে তারা সন্তান ছাড়া।।
জুলাই তুই না হয় আর ফিরে আসিস না
মায়ের চোখেও বয়ে থাকবে রক্তের বন্যা
মা তো জুলাইয়ের রক্ত বার বার খুজবে
অপেক্ষা করবে খোকা ঘরে ফিরে আসবে।।
৩
পানিতে মুগ্ধ
কোটা সংস্কার আন্দোলনে পিপাসা মেটালেন
পানি লাগবে পানি বলে আমাদের প্রিয় মুগ্ধ ভাই
নামের সাথে মিলিয়ে বাংলায় দিয়েগেলেন
মুগ্ধতা ছড়িয়ে দিতে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে।।
বজ্র কন্ঠে ডাক দিয়েছো পানি নিয়ে ডান হাতে
সকল বন্ধুর পিপাসা মেটাতে যখন তুমি দিশেহারা
কিছু অমানুষ এসে তখন করতে থাকে তারা
সকলের সামনে তুমি সবার প্রিয় মুগ্ধ ভাই।।
পানি লাগবে পানি সেই আওয়াজ শুনতে পাই
হঠাৎ করে তোমার মাথায় শকুন চালায় গুলি
মুখ থেকে কেনো কেড়ে নিলো পানি পানি বুলি
আমরা কি ভাবে বলো পানি পানি শব্দটি ভুলি??
৪
চাঁদা দে
এ কেমন দেশে থাকি রে ভাই
নিজের রোজগারের আশা নাই
অকাটে বকাটেরা এসে টাকা চায়
নিজ দেহখানি রাস্তায় পড়ে ভেসে যায়
চাঁদা না দেয়ার দায় কেউ ফিরে না চায়।।
কি এমন দেশে থাকি রে ভাই
যেখানে কোনো বিচার নাই
বিচারক গন ও থাকে অন্যের আশায়
এভাবেই কত পরিবার হতাশায়
আর কত স্বজনরা এখন নিরাশা।।
আমার কোথায় থাকি রে ভাই
পাঁচ টা করিনা কামাই নাই
লাখ টাকা চাঁদা করি আদায়
আর কত তামশা দেখাবে রে ভাই
আমাদের কোনো লজ্জা সরম নাই।।
৫
আমি হাসছিলাম
কেমন দেশে থাকি রে ভাই
এ কেমন দেশে থাকি
ভিন্ন কারনেও দেওয়া যায় না
মন খুলে একটুখানি হাসি।।
হাসি দেয়া যাবে না কোনো
কোথাও কিন্তু ছিলো না লেখা
ভালো থেকো ভাই তুমি
পরপারে আবারও হবে দেখা।।
হাসা যদি হয় কোনো অপরাধ
দিতে হয় জিবন বিস্বাদ
আমরা কেউ তবে আর কখনো
হাসবো না পেয়েছি সেই স্বাদ।।
কবি বলে হাসতে নাকি জানেনা কেউ
এই শহরে কে বলছে ভাই
এই দেখোনা হাসির জন্য
আমাদের পারভেজ ভাই নাই।।
৬
বুকে রক্ত মেখে
এই বাংলার মাটিতে জন্মে
জীবনের শুরুতেই মৃত্যুর কোলে
ঢেলে দিলে বুকে রক্ত মেখে
নিলে চিরকালের বিদায়।।
তোমার এ মৃত্যু মানবই না
যে ভাবে খুঁজেছিলো তোমার মা
তোমার মা বোনের কান্নার শব্দ
আজ নেই হয়তোবা কেউ নিস্তব্ধ।।