মোহনগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মিতু আক্তারকে বিবাদী করে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পুকুর মালিক মোঃ আব্দুল হান্নান।
লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল হান্নান ও বিবাদীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।
শুক্রবার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে নিজের পুকুরপাড়ে দু’জন মানুষের উপস্থিতি দেখতে পান হান্নান। টর্চলাইটের আলোতে তিনি তাদেরকে পুকুরে তরল জাতীয় কিছু ঢালতে দেখেন। তিনি চিৎকার করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
পরদিন সকালে পুকুরের পানিতে শত শত মাছ মরে ভেসে উঠতে দেখা গেলে বিষ প্রয়োগের বিষয়টি স্পষ্ট হয়। এতে আনুমানিক দুই লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে অভিযোগ করেন পুকুর মালিক।
তিনি জানান, বিবাদীদের সঙ্গে পূর্বে একাধিক মামলা ও হামলার ঘটনাও ঘটেছে। এখন তারা চূড়ান্তভাবে তার ক্ষতিসাধনে পুকুরে বিষ প্রয়োগ করেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।
তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।