জায়েদ হাসান, মোহনগঞ্জ।
আজ ৫ আগষ্ট ঐতিহাসিক ছাত্র জনতার গণ-অভ্যুত্থান দিবস। উক্ত দিবসটি যথাযথ কর্মসূচির মাধ্যমে উদযাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনগঞ্জ উপজেলা শাখা।
আজ ৫ আগষ্ট ২০২৫ ইং (মঙ্গলবার) বিকাল ২.৩০ ঘটিকায় মোনহগঞ্জ রেলওয়ে স্টেশন চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক এবং মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি (নেত্রকোনা-৪) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার।
উপজেলা দায়িত্বশলদের মধ্যে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান, পৌর আমীর রফিক আহমেদ রাসেল, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফিজ আল মাহমুদ, শাহীন আলম, মাও এমদাদুল হক, ডা: আব্দুল মান্নান, মাও আব্দুর রব।
সমাবেশ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য দায়িত্বশীলদের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে জুলাই বিপ্লবের গণ মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে জুলাই যুদ্ধাদের স্বরন করা হয়।