মোঃ হাবিবুল্লাহ খালিয়াজুরী
নেত্রকোনার খালিয়াজুরীতে জুলাই আগস্ট ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু এর নেতৃত্বে ৫ই আগস্ট মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ রানা, নাজমুল হক আরিফ, জিয়াউদ্দিন জিয়া, মোঃ ফুলমিয়া, কায়সার রহমান সেকুল, এরশাদুল আলম শাহিন,যুব দলের আহবায়ক এনামুল হক ছোটন,সদস্য সচিব রাজিব হোসেন পলাশ।
কৃষক দলের পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন। তাতি দলনেতা সোহেল খান, গোলাম মোস্তফা, ও ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, এবং মেন্দিপুর ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান চৌধুরীসহ,সকল ইউনিয়নের সভাপতি -সম্পাদকবৃন্দ এসময় মিছিল উপজেলা সদর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় সহস্রাধিক নেতা কর্মীর উপস্থিত ছিলেন।