মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরীঃ
নেত্রকোনার খালিয়াজুরীতে,জুলাই আগস্ট ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি/২৫ ইং উপলক্ষে বৃষ্টিতে ভিজে জামাত ইসলামের গণমিচিল অনুষ্ঠিত হয়।
জানা যায় খালিয়াজুরী উপজেলা জামাত ইসলামের আমির ও কৃষ্ণপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসমাইল হোসেন এর নেতৃত্বে ০৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১২ ঘটিকা সময় খালিয়াজুড়ি উপজেলা চত্বর হইতে উপজেলা প্রেসক্লাব ও থানা মোর হয়ে খালিয়াজুরী কলেজ মাঠ হইতে নতুন বাজারের দিকে গিয়ে মিচিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জামাতে ইসলামের সূরা সদস্য ও মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, খালিয়াজুরী উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ রিয়াজউদ্দিন আহমেদ। খালিয়াজুড়ি সদর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, মেন্দিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য মাওলানা মিরাশ উদ্দিন, আহসানুল হক, মোঃ রাসেল, শিবিরের সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া সাধারণ সম্পাদক আবু হুরায়রা সহ প্রায় তিন /চারশ নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।