নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় হাওরে নৌকাডুবি: ৩৬ ঘন্টা পর নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের কর্মীরা।
এর আগে সোমবার রাত ৩টার দিকে এই নৌকাডুবির ঘটনা হয়।
বুধবার বেলা তিনটার দিকে তাদের মরদেহ উদ্ধার হয়।
নিখোঁজ দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো: জিয়া (২০ ও মো: মারুফ (২৪)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, বুধবার বেলা তিনটার দিকে নদীতে তলিয়ে যাওয়া নৌযানটি পানি থেকে তুলে আনা হয়। এসময় নৌযানেই আটকে থাকা অবস্থায় দুই শ্রমিকের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা এ ঘটনায় আইনী যা পদক্ষেপ নেয়ার তা নিচ্ছে।
তিনি জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন। মঙ্গলবার সকাল থেকে তাদের উদ্ধারে মোহনগঞ্জ ঢফায়ার স্টেশনের কর্মীরাসহ ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল কাজ করে