নেত্রভয়েস অনলাইন ডেস্ক:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক বলেছেন, ফ্যাসিস্টরা একসময় মাদরাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য নানা আয়োজন করেছিল, কিন্তু আলেম সমাজ ও জনসাধারণের কারণে তাদের সেই অপচেষ্টা সফল হয়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদরাসায় আয়োজিত “মাদরাসা শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রফেসর নুরুল হক বলেন, “আমাদের আকাইদ বইতে কিছু এমন বিষয় ছিল, যা শিক্ষার্থীদের সঠিক আকিদা থেকে দূরে সরিয়ে দিতে পারত। তাই বোর্ডের অর্থায়ন ও তত্ত্বাবধানে এনসিটিবির সহযোগিতায় এসব বই পরিমার্জন করা হয়েছে। ২০২৬ সাল থেকে শিক্ষার্থীদের হাতে নতুন সংস্করণ তুলে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “কেবল লোক দেখানোর জন্য কিছু ভবন নির্মাণ করা হলেও মাদরাসা শিক্ষার প্রতি তাদের উদ্দেশ্য কখনোই ছিল না আন্তরিক। ইতিহাস সাক্ষী—দেশের বহু হাই মাদরাসা পরে স্কুল ও কলেজে রূপান্তরিত হয়েছে। যেমন, ঢাকা কবি নজরুল কলেজটি প্রথমে ছিল হাই মাদরাসা, পরে ইসলামিয়া কলেজ, আর এখন কবি নজরুল কলেজ। ইসলাম ও মাদরাসা শিক্ষার প্রতি দীর্ঘদিন ধরেই তাদের বিরূপ দৃষ্টিভঙ্গি কাজ করেছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা হারুন আল মাদানী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ফেনী ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ এবং বাংলাদেশ প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।
টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যান প্রফেসর নুরুল হককে স্বাগত জানাতে মাদরাসা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
সূত্র: আমার দেশ
