কেন্দুয়া প্রতিনিধি:
ঢাকার টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
সূত্র জানায়, টঙ্গীতে রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন।
এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নেয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ডিএডি হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে শামীম আহমেদ মারা গেছেন। তার মরদেহ এখনও হাসপাতালেই রয়েছে। সেখান থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গ্রামের বাড়ি কেন্দুয়ায় আনা হবে।
তার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর-পিজাহাটিতে চলছে শোকের মাতম। তার মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
শামীম আহমেদ টঙ্গীতে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকুরীতে যোগদান করেন ২০০৪ সালের ১৬ আগস্ট।মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ জন সন্তান রেখে গেছেন।
