আলী উসমান, মদন :
নেত্রকোনার মদনে দেওয়ান জাহের বখত গং ওয়াকফ এস্টেট এর আয়োজনে এবং মেডিপ্লাস এর সৌজন্যে (৩ নভেম্বর) সোমবার দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সকাল ১১ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের শতাধিক ছাত্রছাত্রী দাঁতের সুরক্ষায় ও মুখগহ্বরের যত্ন নিয়ে পরামর্শ দেন ১৮জন চিকিৎসক।
তারা হলেন, ডাঃ এস, এম গোলাম মোর্শেদ শাওন, ডাঃ সাবিহা আক্তার, ডাঃ স্বর্না রানী সিকদার। ডাঃ এস, এম গোলাম মোর্শেদ শাওন বলেন, আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে দাঁতের যত্নে নিয়ম মেনে দিনে দুইবার ব্রাশ করা জরুরী। ব্রাশ না করলে দাঁতে পাথর জমা, মাড়ির প্রদাহ, দাঁত ক্ষয়, পেরিওডেন্টাটিস, অতিরিক্ত পাথর জমে দাঁত নড়ে যাওয়া, মুখের ক্যান্সার, দাঁতের সৌন্দর্য্য নষ্ট হওয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তিনি আরো বলেন, হৃদরোগের সঙ্গে দাঁতের মাড়ির রোগের সম্পর্ক আছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীদের প্রায় সময়ই মাড়ির রোগ দেখা যায়।
দেওয়ান জাহের বখত গং ওয়াকফ এস্টেট এর মোতোয়াল্লী দেওয়ান মোদাচ্ছের হোসেন এর ছেলে বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান বাখতাওয়ার হোসেন (সানজার) বলেন, ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্দেশ্য ছিল তিনটি স্কুলের শিক্ষার্থীদের কাছে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দেয়া। সেই লক্ষে প্রায় ৯শত শিক্ষার্থীকে দাঁতের সুরক্ষায় পরামর্শ দিয়েছেন ১৮ জন দন্ত চিকিৎসক।
এ সময় মেডিপ্লাসের ঢাকার এরিয়া ম্যানেজার মোঃ অলি উল্লাহ, ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মোঃ মাকসুদুল আলম, জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারি শিক্ষক নূরুল আমিন আজাদ, ফাতেমা আক্তার, মঞ্জশ্রী বৈশ্য ও গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষার্থীর হাতে মেডিপ্লাসের সৌজন্যে মেডিপ্লাস টুথপেস্ট দেয়া হয়।
