কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় আল্লামা মামুনুল হক এর আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে বিশল এক গণসমাবেশ আয়োজন করা হয়।
মঙ্গলবার ( ৪ঠা নভেম্বর) বিকেল ৩টায় কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, কেন্দ্রীয় অভিভাবক ও সভাপতি জিয়া উদ্দিন, নায়েবে আমীর আলী উসমান, যুগ্ন সম্পাদক আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হেদায়েতল্লাহ হাদী ও সাবেক সংসদ সদস্য মনোনীত প্রার্থী নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে গোলাম রাব্বানী।
বক্তব্য রাখেন, মাওলানা দেলোয়ার হোসেন নেত্রকোনা জেলা, মুফতি মামুনুর রশিদ, মাওলানা হাবিবুর রহমান, মুফতি হাবিবুর রহমান, আসাদুর রহমান আকন্দ, মাজহারুল ইসলাম, কেফায়েত উল্লাহ ও সাইদুর রহমান সহ অনেকেই।
এ গণসমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা উসমান গণি কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি।
