আটপাড়া প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে মঙ্গলবার (৪ নভেম্বর) আটপাড়া ও তেলিগাতীতে পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১১টায় আটপাড়া উপজেলা চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে তেলিগাতী ইউনিয়নেও অনুরূপ গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলে উপজেলা বিএনপি ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেত্রকোনা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “আসুন, সবাই সম্মিলিতভাবে কাজ করি—আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত করি। বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই।”
