বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সফল করার জন্যে সকাল থেকে বারহাট্টা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ স্ব- স্ব ব্যানারে গোপালপুর পশ্চিম বাজার গরুহাট্টায় এসে জমায়েত হোন।
বারহাট্টা পশ্চিম বাজার গরুহাট্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলার শাখার সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহম্মেদ কমলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ডাঃ মোঃ আনোয়ারুল হক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজাত, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান দুদু, বর্তমান জেলা কৃষকদের সভাপতি সালাহ উদ্দিন খান মিলকী ।
এছাড়াও জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । সমাবেশ শেষে গরুহাট্টা থেকে মিছিল বের হয়ে বারহাট্টা পূর্ব বাজারে এসে শেষ হয়।
